বোকা জুনিয়র্সের বিদায়

গোলের পর অকল্যান্ড সিটির উল্লাস

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবের উৎসব চলছে। একের পর এক দল দ্বিতীয় রাউন্ডে টিকিট পাচ্ছে। ঠিক বিপরীত অবস্থায় আর্জেন্টাইন ক্লাবের। চূড়ান্ত পর্বে আর্জেন্টিনার মাত্র দুটো ক্লাব সুযোগ পেয়েছিল। গতকাল তার একটা বিদায় নিয়েছে। অকল্যান্ড সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে বিদায় নিয়েছে বোকা জুনিয়র্স।

দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে শেষ ম্যাচে বোকা জুনিয়র্সের সামনে জয়ের বিকল্প ছিল না। শুধু তাই নয়, গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল তাদের ভাগ্য। কিন্তু নিজেদের ম্যাচে লক্ষ্য অর্জন করতে পারেনি বোকা জুনিয়র্স। ড্র করে বিদায় নিতে হয়েছে তাদের। অন্য ম্যাচে বেনফিকা জয় পাওয়ায় তাদের সম্ভাবনা শেষ হয়ে যায়।

বোকা জুনিয়র্স ২৬ মিনিটে এক আত্মঘাতি গোলে এগিয়ে যায়। কিন্তু আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি। অথচ এই অকল্যান্ডকে গ্রুপের অন্য দুই দল গোলের মালা পরিয়েছিল। বায়ার্নের কাছে ১০ গোল হজম করেছিল। আর বেনফিকা তাদের জালে ছয়বার বল ফেলেছিল। কিন্তু বোকার বিপক্ষে তারা জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে।

দ্বিতীয়ার্ধে বোকার জালে বল জড়িয়ে অকল্যান্ড ইতিহাস গড়ে দেয়। টুর্নামেন্টে প্রথমবারের মতো গোলের দেখা পায়।

এদিন অনুষ্ঠিত অন্য দুই ম্যাচে চেলসি ৩-০ গোলে হারিয়েছে এস্পারেন্সকে। এছাড়া ফ্ল্যামেঙ্গো ও এলএএফসি ১-১ গোলে ড্র হয়েছে।

Exit mobile version