ব্যক্তিগত পুরস্কারে একজন ফুটবলারের স্বপ্ন ব্যালন ডি অর। পুরো ক্যারিয়ারে অন্তত একবার হলেও এটি উঁচিয়ে ধরতে চান তারা। কারও কারও ক্যারিয়ার শেষ হয়ে কিন্তু এই পুরস্কারটা অধরা থেকে যায়। সে বিচারে বার্সেলোনার নারী খেলোয়াড় আইতানা বোনমাতি নিঃসন্দেহে ব্যতিক্রম। ব্যালন ডি অর জয়ের দৌড়ে থামছেন না তিনি। একের পর এক ব্যালন ডি অর ট্রফি তার ব্যক্তিগত পুরস্কারের শো কেস সমৃদ্ধ হয়ে চলেছে। ২০২৫ সালের ব্যালন ডি অর জয় করেছেন তিনি। একবার বা দুইবার নয়, টানা তৃতীয়বারের মতো তিনি এই শিরোপা জয় করেছেন। অর্থাৎ ব্যালন ডি অর জয়ে হ্যাটট্রিক করেছেন তিনি।
ইতিহাসের প্রথম নারী ফুটবলার হিসেবে বোনমাতি তৃতীয়বারের মতো ব্যালন ডি অর জয় করেছেন। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন দুইবার ব্যালন ডি অর জেতা বার্সেলোনা ও স্পেনের আরেক ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে। প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বোনমাতির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২৭ বছর বয়সী বোনমাতি গত মৌসুমে বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট ছিল তার। নারীদের চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় ছিলেন তিনি।
এক নজরে ব্যালন ডি’অর ২০২৫:
ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)
ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)
কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি
বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল
জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন)
জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)
সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশশন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















