বোয়াটেং একাই করলেন ছয় গোল

স্যামুয়েল বোয়াটেং

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করেছে রহমতগঞ্জ ক্লাব। মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে তারা ওয়ান্ডারার্সের বিপক্ষে ৬-১ গোলে জয় পেয়েছে। জয়ী দলের সবগুলো গোল করেছেন ঘানার স্যামুয়েল বোয়াটেং। অর্থাৎ ম্যাচে ডাবল হ্যাটট্রিক করেছেন তিনি।

প্রিমিয়ার লিগ ফুটবলে ১৭ বছর পর এমন কীর্তি দেখা গেল। সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন নোয়ান পল। ২০০৭ সালের ১৩ এপ্রিল পেশার ফুটবল লিগের প্রথম আসরে মোহামেডানের হয়ে রহমতগঞ্জের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেছিলেন তিনি।

ম্যাচে প্রথম গোল পেতে যথেষ্ঠ সময় অপেক্ষা করতে হয়েছিল বোয়াটেংকে। তবে পরের পাঁচ গোল করেছেন খুবই স্বল্প সময়ে। ২৩ মিনিটে প্রথম গোল করার পর মাত্র ৪৭ মিনিটে পরের পাঁচ গোল করেন তিনি। ৬ ম্যাচে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি।

ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় পেয়েছে ১০ জনের দল মোহামেডান। ২২ মিনিটে মোহামেডানের শালিক আহাদ তপু লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন। ৬৩ মিনিট একজন কম নিয়ে খেলেও ৫-১ গোলে জয় পেয়েছে মোহামেডান। এ জয়ে ছয় ম্যাচে শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান।

Exit mobile version