লিগ লড়াই শেষ হতে এখনো অনেক পথ বাকি। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ হাসি কে হাসবে তা জানতে এখনো লম্বা সময় অপেক্ষায় থাকতে হবে। তবে শিরোপা লাড়ইয়ে অন্যদের থেকে নিজেদের বেশ ভালোভাবেই এগিয়ে নিয়েছে লিভারপুল। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে। উভয় গোল করেছেন মোহাম্মদ সালাহ।
এ জয়ের ফলে লিভারপুল নিজেদেরকে অন্যদের থেকে অনেকটা নিরাপদ দূরত্বে নিয়ে গেছে। ২৩ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৫৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি।
সালাহ উভয়ার্ধে একটি করে গোল করেন। প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। ৩০ মিনিটে তার করা এ গোলে লিভারপুল ব্যবধান রচনা করে। আর দ্বিতীয় গোলটি করেন ৭৫ মিনিটে। এ ম্যাচের জোড়া গোল নিয়ে চলতি মৌসুমে সালাহ’র গোল সংখ্যা দাঁড়িয়েছে ২১।
বোর্নমাউথ ম্যাচে দুর্ভাগ্যের শিকার তা বলা যায়। লিভারপুল গোল পাওয়ার আগে তাদের তা দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। প্রথম শটটি নিয়েছিলেন অ্যান্তোনি সেমেনয়ো, দ্বিতীয় শটটি নেন মার্কাস তাভেরনিয়ার। তাছাড়া প্রথম গোল হজমের পর একবার বোর্নমাউথ লিভারপুলের জালে বল ফেলেছিল। কিন্তু ভিএআর দেখে রেফারি অফসাইডের কারণে তা বাতিল করেন।