ব্রাইটনকে স্তদ্ধ করে ম্যানইউয়ের টানা তৃতীয় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগ


সেই সময়টা এখন আর নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। খারাপ সময় পার করছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। ম্যানইউ মাঠে নামলেই আতঙ্কে থাকে তাদের সমর্থকরা। এই বুঝি আর একটা হার মনে হয় যোগ হলো। কিন্তু শনিবার রাতে আবার চমক দেখিয়েছে ম্যানইউ। বড় চমকই বলা যায়। নিজেদের মাঠের খেলায় ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে ৪-২ গোলে হারিয়েছে। প্রথমার্ধে দলটি ২-০ গোলে এবং এক পর্যায়ে তারা ৩-০ গোলে এগিয়ে ছিল। ম্যানইউ’র এটা টানা তৃতীয় জয়।

ব্রাইটন অ্যান্ড হোভ মানেই ম্যানচেষ্টার ইউনাইটেডের জন্য এক আতংক। ম্যানইউয়ের বিপক্ষে ম্যাচ মানেই ব্রাইটনের জয়োৎসব। এমনটা নিয়মিতই দেখে আসছিল দর্শকেরা। গত সত ম্যাচের ছয়টিতেই জয় ব্রাইটনের। ওল্ড ট্রাফোর্ডে টানা চতুর্থ জয়ের স্বপ্ন নিয়েই এসেছিল ব্রাইটন। কিন্তু তাদের স্বপ্ন উড়িয়ে দেয় আগের ম্যাচে লিভারপুলকে হারানো ম্যানইউ। গত নভেম্বরে দায়িত্ব নেওয়া রুবেন আমোরিমের সেটা ছিল টানা দ্বিতীয় জয়।

ব্রাইটনকে হারানোর মাঝ দিয়ে ম্যানইউ পয়েন্ট টেবিলে দারুণ উন্নতি করেছে। চতুর্থ স্থানে উঠে এসেছে। ম্যানসিটির পরেই তাদের স্থান। তবে ম্যানইউ আবার অষ্টম বা নবম স্থানে নেমে আসতে পারে।

ম্যাথিউস কুনহা ২৪ মিনিটে প্রথম গোল করেন। দশ মিনিট পর কাসেমিরো গোল করে ম্যানইউকে ২-০ গোলে এগিয়ে নেন। বিরতির পর ব্রায়ান মিউমো গোল করেন। ৭৪ মিনিটে ড্যানি ওয়েলবেক ও ৯২ মিনিটে চারালাম্বস গোল করে ব্রাইটনকে উজ্জ্বীবিত করেছিলেন। কিন্তু ৯৬ মিনিটে আর মিউমো গোল করে ম্যানইউয়ের জয় নিশ্চিত করেন।

Exit mobile version