ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল জাপান

প্রীতি ম্যাচ

ফুটবল–বিশ্বে বিরল এক দৃশ্যের জন্ম হলো টোকিওতে। টানা ২৪ বছর ধরে এশিয়ার কোনো দলের কাছে হারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অবশেষে সেই রেকর্ড ভেঙে দিল স্বাগতিক জাপান। প্রীতি ম্যাচে ২–০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ব্রাজিলকে ৩–২ গোলে হারিয়ে রচনা করল নতুন ইতিহাস।

এর আগে জাপান কখনো ব্রাজিলের বিপক্ষে জিততে পারেনি। ১৪ বার মুখোমুখি হওয়ার পর এটাই তাদের প্রথম জয়।

ব্রাজিল সর্বশেষ এশীয় দলের কাছে হেরেছিল ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, কিন্তু তখন অস্ট্রেলিয়া ছিল ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি। আসল কোনো এশীয় দলের বিপক্ষে ব্রাজিলের শেষ হারটি ছিল আরও পেছনে। ১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে এক প্রীতি ম্যাচে। সেই হিসাবে ২৬ বছর পর এশীয় দলের বিরুদ্ধে হারল ফুটবল সাম্রাজ্যের দেশটি।

ম্যাচের শুরুতে জাপান কিছুটা চাপ সৃষ্টি করলেও প্রথম বড় সুযোগ আসে ব্রাজিলের। ১০ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়। ১২ মিনিট পর জাপানও দারুণ সুযোগ হাতছাড়া করে। তাকেফুসা কুবোর ক্রসে আয়াসে উয়েদা পা ছোঁয়াতে ব্যর্থ হলে হতাশ হতে হয় জাপানকে। এর কিছুক্ষণের মধ্যেই ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ১৬তম মিনিটে ব্রুনো গিমারাইসের পাস থেকে পাওলো হেনরিক ব্রাজিলকে এগিয়ে দেন।২২তম মিনিটে লুকাস পাকেতার দারুণ লবে মার্তিনেল্লি ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় ব্রাজিলের ২–০ এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ পাল্টে যায় ম্যাচের চিত্র। শুরু হয় জাপানের মহাবিপ্লবী প্রত্যাবর্তন। ৫২তম মিনিটে ফ্যাব্রিসিও ব্রুনোর ভুল ধরেই তাকুমি মিনামিনো গোল করে ব্যবধান কমান। ১০ মিনিট পরেই ৬২তম মিনিটে কেইতো নাকামুরা ম্যাচে সমতা ফেরান।

৭১তম মিনিটে প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করা আয়াসে উয়েদাই দুর্দান্ত হেডে জাপানকে এগিয়ে দেন—এবং সেটিই হয়ে ওঠে বিজয়ের গোল।

মাত্র চার দিন আগে দক্ষিণ কোরিয়াকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। কিন্তু একই এশিয়ায় জাপানের বিপক্ষে বদলে গেল সবকিছু। কার্লো আনচেলত্তির অধীনে এটি ব্রাজিলের দ্বিতীয় পরাজয়। জাপানের এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং এশীয় ফুটবলের আত্মবিশ্বাসের নতুন মাইলফলক।

Exit mobile version