ইতিহাস গড়তে ফাইনালে পর্তুগাল ও অস্ট্রিয়া
অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপ ফুটবল এবার নতুন চ্যাম্পিয়নের দেখা পাচ্ছে। প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ইউরোপের দুই দেশ পর্তুগাল ও অস্ট্রিয়া। সোমবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে। অন্য সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে পর্তুগাল টাইব্রেকারে ৬-৫ গোলে শিরোপা জয়ের শেষ ধাপে জায়গা করে নেয় তারা। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। আগামী ২৭ নভেম্বর ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।
ইউরোপের দেশ পর্তুগাল এবং দক্ষিণ আমেরিকার ব্রাজিলের লড়াইটা ছিল টানটান উত্তেজনায় ভরপুর। যুব বিশ্বকাপে সবচেয়ে সফল দল নাইজেরিয়া। পাঁচটি শিরোপা তাদের দখলে। ব্রাজিল দ্বিতীয় সফল দল। তারা বিশ্বকাপ জয় করেছে চারবার। এবার নাইজেরিয়ার পাশে বসার স্বপ্ন ছিল তাদের। সেভাবেই এগুচ্ছিল দলটি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যত প্রজ্জম্ম তাদের স্বপ্ন থামিয়ে দিয়েছে, ব্রাজিলকে হারিয়ে ফাইনালে পর্তুগাল – কে হবে নতুন চ্যাম্পিয়ন?
নাটকীয়তায় ভরপুর ছিল টাইব্রেকার। উভয় দল প্রথম চারটি শটে লক্ষ্যভেদ করে। পর্তুগাল পঞ্চম শটে ব্যর্থ হয়। ব্রাজিল এবার গোল করতে পারলে তাদের ফাইনাল খেলা নিশ্চিত। কিন্তু ব্রাজিলের রুয়ান পাবলো লক্ষ্য অর্জনে ব্যর্থ হন। ফলে দরকার হয় ষষ্ঠ শটের। এবার উভয় দল সফলতার পরিচয় দেয়। সপ্তম শটে পর্তুগালের নেতো গোল করলেও ব্রাজিলের অ্যাঞ্জেলো ব্যর্থ হন। সঙ্গে সঙ্গে ব্রাজেলের স্বপ্ন শেষ হয়ে যায়।
অন্য সেমিতে ইতালি ও অস্ট্রিয়ার লড়াইটা বেশ জমজমাট ছিল। প্রথমার্ধে কোনো দল লক্ষ্যভেদ করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মোসের গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে নেন। ইনজুরি সময়ে আরো একটি গোল করেন তিনি। জোড়া গোল নিয়ে মোসের মোট গোলের সংখ্যা আট। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
