ব্রাজিলের তিনে তিন

নারী কোপা আমেরিকা

টানা তিন জয়ে ব্রাজিল নারী কোপা আমেরিকার সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। মঙ্গলবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে তারা প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ব্রাজিল। প্রথমার্ধে তারা ২-০ গোলে এগিয়ে ছিল।

গ্রুপে একমাত্র ব্রাজিলই শতভাগ জয়ের কীর্তি ধরে রেখেছে। এর আগে তারা ভেনেজুয়েলা ও বলিভিয়াকে হারায়। গ্রুপ পর্বের শেষে ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে কলাম্বিয়ার।

এ জয়ের ফলে ব্রাজিলের যেমন সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। হারের ফলে বিদায় নিশ্চিত হয়েছে প্যারাগুয়ের। যদিও প্যারাগুয়ের এখনো একটা ম্যাচ বাকি। তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট মাত্র। তাদের তুলনায় কলাম্বিয়া ও ভেনেজুয়েলা সেমিফাইনালের দৌড়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে। কলাম্বিয়া ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ৪।

গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। আগামী ২৮ জুলাই প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ২৯ জুলাই। ২ আগষ্ট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আমেকিরার দশ দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডর, উরুগুয়ে ও পেরু।

Exit mobile version