ব্রাজিলের নেইমারকে নিয়ে সুখবর দিলেন আল-হিলাল কোচ

নেইমার জুনিয়রকে ছাড়া ব্রাজিল যখন বিশ্বকাপ বাছাইয়ে ধুকছে। ঠিক তখনই নেইমারকে নিয়ে বড় সুখবর দিলেন আল-হিলালের কোচ। চোটের কারণে দীর্ঘ এক বছর ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের।

চোট কাটিয়ে তিনি কবে নাগাদ মাঠে ফিরবেন, এমন প্রশ্নে সুসংবাদ দিলেন নেইমারের সৌদি আরবের ক্লাব আল-হিলালের কোচ জর্জ জেসুস।
শুক্রবার সৌদি চ্যাম্পিয়নশিপ্সের ম্যাচে আল-হিলাল জয় নিয়ে মাঠ ছাড়ার পর এমন সুখবর দেন এই পর্তুগিজ কোচ।

নেইমার পুরোপুরি ফিট এবং ক্লাবের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন বলে নিশ্চিত করেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার (২১ অক্টোবর) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে খেলতে দেশটিতে উড়াল দেবে আল-হিলাল। সেই দলে থাকবেন নেইমারও, সব ঠিক থাকলে ওই ম্যাচেই দলের ব্রাজিলিয়ান তারকাকে ফের মাঠে দেখা যাবে।

Exit mobile version