গতকাল (বুধবার) ব্রাজিলের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা গোইয়ানো চ্যাম্পিয়নশিপে সেন্ট্রো ওয়েস্তের বিপক্ষে ২-১ গোলে হেরেছে গ্রেমিও অ্যানাপলিস। এই ম্যাচ শেষে ঘটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এক ফুটবলার পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ালে এক পর্যায়ে সেই ফুটবলারকে খুব কাছ থেকে গুলি করেন সেই পুলিশ। গুলিতে আহত সেই ফুটবলারটি গ্রেমিও অ্যানাপলিসের গোলরক্ষক র্যামন সুজা। পরবর্তীতে অ্যাম্বুলেন্স দিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’।
ম্যাচ শেষে গ্রেমিও এবং সেন্ট্রোর ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ উভয়পক্ষকে বোঝানোর চেষ্টা চালায়। এর মাঝেই গ্রেমিও’র এক ফুটবলারকে ধাক্কা দেন প্রতিপক্ষ দলের এক ফুটবলার, পরে গোলরক্ষক সুজাও উত্তেজিত হয়ে পড়লে তাঁকে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে গ্রেমিও ক্লাব কর্তৃপক্ষ, গোইয়া রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয় ও প্রাদেশিক পুলিশ। এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘মিলিটারি পুলিশের এই ধরনের আচরণ নিরাপত্তা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং তাদের পক্ষ থেকে যে কাউকে শারিরীকভাবে সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।’
অন্যদিকে, গুলি চালানো পুলিশকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে গ্রেমিও ক্লাব কর্তৃপক্ষ।