কোপা আমেরিকায় গ্রুপ পর্বে আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নিশ্চিত একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয় ব্রাজিল! এমন অভিযোগ তুলে ছিল দল। ওই ম্যাচে মূল রেফারি ভেনেজুয়েলান, ভিএআরের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন মাউরো ভিগলিয়ানো।
যা নিয়ে পরে ভুল স্বীকার করে নেয় কনমেবল কর্তৃপক্ষ। তবে পেনাল্টি শুট বঞ্চিত হলেও কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে কষ্ট হয়নি ব্রাজিলের। রোববার সাথে উরুগুয়ের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হবে তারা।
ইতিমধ্যে ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ করেছে কনমেবল। যার মধ্যে তিনজনই আর্জেন্টাইন। মূল রেফারি দারিও হেরেরা। সহাকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো।
ফলে সমর্থকদের দাবি, আর্জেন্টাইন রেফারিরা ইচ্ছা করেই ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকেন! যদিও এ বিষয়ে ব্রাজিল দলের পক্ষ থেকে কেউ কিছু বলেননি।