ফ্রান্সের লিলেতে অনুষষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে
বছরের শেষ ম্যাচটা স্বস্তির হলো না পাঁচবারের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন ব্রাজিলের, পেনাল্টি মিসে ব্রাজিল-তিউনিসিয়া ম্যাচ ড্র। জয়ের স্বস্তি নিয়ে বছর শেষ করার একটা সহজ সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু সুযোগটা তারা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ফলে তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়াতে হয়েছে। ফ্রান্সের লিলেতে অনুষষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ড্র’র অস্বস্তি তো রয়েছেই, সে সঙ্গে যোগ হয়েছে পেনাল্টি থেকে গোল করতে না পারার ব্যর্থতায় ব্রাজিল-তিউনিসিয়া ম্যাচ ড্র করে, পেনাল্টি মিসে ব্রাজিল-তিউনিসিয়া লক্ষ্যভেদ করতে পারলেই যেখানে জয়ের হাতছানি সেখানে পেনাল্টি শটটা বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন লুকাস পাকেতা। অবশ্য পেনাল্টি গোলই ব্রাজিলকে হারের লজ্জা থেকে রক্ষা করেছে।
২৩ মিনিটে হাজেম মাস্তোরির গোলে এগিয়ে গিয়েছিল তিউনিসিয়া। বিরতির আগে এস্তেভাও পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতায় ফেরান। ৬ ম্যাচে ১৮ বছর বয়সী এস্তেভাওয়ের এটা পঞ্চম গোল। চলতি বছরে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি।
গোলের বিচারে ম্যাচের ফলাফল ১-১। তবে মাঠের আধিপত্যের বিচারে দুই দলের পার্থক্য ছিল আকাশ পাতাল ব্যবধান। তেয়াত্তর ভাগেরও বেশি সময় বল নিয়ন্ত্রণ করেছে ব্রাজিল। তিউনিসিয়ার তুলনায় তিন গুনেরও বেশিবার গোল লক্ষ্য করে শট নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তিউনিসিয়ার নেওয়ার শটের সংখ্যা ছিল সাত, ব্রাজিল শট নিয়েছে ২২টি। কর্নার কিক তিউনিসিয়া পেয়েছে একটি, ব্রাজিল সাতটি। কিন্তু সেই আধিপত্য গোলের মাধ্যমে প্রমাণ করতে পারেনি ব্রাজিল। ৭৮ মিনিটে পাওয়া পেনাল্টিটা গোলে রূপ দিতে না পারায় মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে।
