ফিফা বিশ্বকাপে ব্যর্থতার পর কোপা আমেরিকা থেকেও বিদায় ব্রাজিলের। রোববার সকালে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে শেষ আট থেকে বিতায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরাদের। হারের পর, আর দলের খারাপ সময়ে সমর্থকদের পাশে চেয়েছেন স্ট্রাইকার এন্দরিক ফিলিপে।
অবশ্য এন্দরিকের বয়সটা মাত্র ১৭। এই তরুণ তুর্কি কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে খেলেছেন শুরু থেকে। এরপর টাইব্রেকারে হেরে বাদ পড়েছে ব্রাজিল।
ব্রাজিলের বিদায় নিয়ে এন্দরিক ম্যাচ শেষে বলেন, ‘আমি ব্যথিত। ঠিক না? এটা শুধু আমাদের অনুভূতি নয়, সব ব্রাজিলিয়ানদেরই। বাদ পড়াটা কষ্টদায়ক, বিশেষ করে পেনাল্টিতে হেরে। এটা সত্যিই কষ্টদায়ক। আমরা ব্রাজিলকে শীর্ষে পৌঁছে দিতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার সেটা ঘটেনি।’
২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। এরপর ২০২১ সালে হয়েছিল রানার্সআপ। ২০০২ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পাঁচ আসরের মধ্যে ৪ বারই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ দৌড় ছিল তাদের। এবারের কোপায়ও বিদায় নিল সেই কোয়ার্টার ফাইনাল থেকে।
এই তরুণ এন্দরিকের চোখ ২০২৬ বিশ্বকাপে। তিনি বলেন, ‘আমরা কাজ চালিয়ে যাব। বিশ্বকাপের প্রস্ততি নেব। আশা করি ব্রাজিলিয়ানরা আমাদের সমর্থন দেবেন। জানি এই মুহূর্তে সেটা কঠিন, কিন্তু তাদের সমর্থন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’