ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন আজ। প্রথম দিন বৃষ্টিতে ম্যাচের সিংহভাগ সময় খেলা হয়নি। তৃতীয় দিনের অবস্থা একই। বৃষ্টিতে বারবার খেলা বন্ধ হচ্ছে। তবে এই বৃষ্টিই এখন ভারতের জন্য আশীর্বাদ। বৃষ্টি একমাত্র কাম্য ভারতের।
অস্ট্রেলিয়ার রান পাহাড়ের নিচে যেভাবে চাপা পড়েছে এবং ব্যাটারদের যে নাজুক অবস্থা তাতে করে বৃষ্টি যেন আর না থামে সেটাই এখন ভারতের প্রার্থনা। ৪৪৫ রানে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস শেষ করার পর ভারত ব্যাট হাতে নিয়ে বিপর্যয়ে পড়েছে। ৪ উইকেটে ৮৪ রান করেছে তারা। এ অবস্থায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।
৭ উইকেটে ৪০৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৪০ রানে বাকি ৩ উইকেট হারায় তারা। জাসপ্রিত বুমরাহ তার উইকেট সংখ্যায় আরো একটা উইকেট যোগ হয়েছে। ইনিংসে ৬ উইকেট পেয়েছেন তিনি।
ভারত ব্যাট হাতে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে। একপ্রান্তে লোকেশ রাহুল নিজের উইকেট অক্ষত রাখতে পারলেও অন্য প্রান্তে উইকেট আসা যাওয়ার পালায় থাকেন। যশস্বী জয়সওয়ালকে দিয়ে শুরু হয় তাদের আসা যাওয়া। ৪ রান করেছেন তিনি। শুবমান গিল করেন ১ রান। বিরাট কোহলির ইনিংস শেষ হয় ৩ রানে। আর ঋষভ পন্ত বিদায় নেন ৯ রানে।
মিচেল স্টার্ক দখল করেন দুই উইকেট। অন্য দুই উইকেট নেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।