আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লিগে জয় দিয়ে ফিরতে পারেনি চেলসি। শনিবার (১৩ সেপ্টেম্বর) জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে এনজো মারেস্কার শিষ্যরা।
ম্যাচের ৩৫ মিনিটে কেভিন শ্যাডের গোল ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেয়। জর্ডান হেন্ডারসনের লং পাস থেকে তৈরি হওয়া আক্রমণ থেকেই আসে গোলটি। বল দখলে এগিয়ে থেকেও প্রথমার্ধে চেলসি গোলের দেখা পায়নি। পুরো ম্যাচে ১৬ শটের মধ্যে মাত্র ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। ব্রেন্টফোর্ডের ৭ শটের মধ্যে ৪টি ছিল অন টার্গেটে।
বিরতিতে কোচ মারেস্কা তিনটি পরিবর্তন আনেন। বদলি হিসেবে নামা কোল পালমার ৬১ মিনিটে গোল করে সমতা ফেরান। এরপর ৮৫ মিনিটে মোইজেস কাইসেডোর গোলে এগিয়ে যায় চেলসি। তবে যোগ করা সময়ের (৯৩ মিনিট) নাটকে ব্রেন্টফোর্ডকে বাঁচান ফাবিও কারভালহো, তার গোলে ভাগ হয়ে যায় পয়েন্ট।
চার ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে চেলসি প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে আছে। ব্রেন্টফোর্ড রয়েছে ১২ নম্বরে। সামনে কঠিন সময়ের অপেক্ষা ব্লুজদের জন্য—এই সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে তারা, এরপর লিগে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











