ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জে জয়ের মুখ দেখেছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ফুটবল বিশ্বের অন্যতম এই তারকা সাধারণ এক সমর্থকের কাছে এক চ্যালেঞ্জে হেরে গেলেন। তাকে হারিয়ে ভক্ত জয় করেছে এক মিলিয়ন ডলার।
রোনালদোকে চ্যালেঞ্জটা দিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার জেমস স্টিফেন ডোনাল্ডসন। মিস্টারবিস্ট নামে পরিচিত তিনি। কিছুদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে তাকে অতিথি করে নিয়ে এসেছিলেন ডোনাল্ডসন। তিনি রোনালদোর এক জন সমর্থকের সঙ্গে এক মিলিয়ন ডলারের এক বাজি ধরেন।
চ্যালেঞ্জটা ছিল গোলপোস্টে বারের সঙ্গে ঝুলানো টার্গেটে হিট করতে হবে। বারের সঙ্গে তিনটি টার্গেট ঝুলানো ছিল। দুটি ছিল মাঝখানে ও একটি এক প্রান্তে। নির্দিষ্ট দূরত্ব থেকে শট নিয়ে বল টার্গেটে লাগাতে হবে। এ চ্যালেঞ্জে সমর্থকের কাছে হেরে গেছেন রোনালদো।
ক্যারিয়ারে অসংখ্যবার পেনাল্টি শটে সফল হলেও এ চ্যালেঞ্জে সাফল্য পাননি রোনালদো। একবারও টার্গেটে হিট করতে পারেননি তিনি। অন্যদিকে তার সমর্থক তিনবার সফল হন। ব্যর্থতা সত্ত্বেও হতাশ হননি রোনালদো। বরং সমর্থকের জয়ে তাকে উচ্ছ্বসিত দেখা গেছে। সমর্থকের জয়ে যেন তিনি বেশি আনন্দিত হয়েছেন।