এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে আজ সোমবার রাতে ইরানি ক্লাব এসতেগলালের মুখোমুখি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। ইরানে অনুষ্ঠিতব্য এ ম্যাচে খেলছেন না রোনালদো। পর্তুগীজ এই তারকা দলের সঙ্গে ইরানে যাননি।
সুস্থ থাকার পরেও রোনালদোর ইরানের না যাওয়া নিয়ে প্রশ্ন কম নেই। কোনো গণমাধ্যম বলছে, রোনালদো ইরানে গেলে সেখানে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। ইরানে গেলে তাকে ৯৯ দোররা ভোগ করতে হবে- সে কারণে তিনি ইরানে যাননি। আবার কেউ কেউ বলছেন, রোনালদো সত্যিকারভাবে ইনজুরিতে
আক্রান্ত। এ কারণে তিনি ইরানে যাননি।
রোনালদোর ইরানে না যাওয়ার কারণ হিসেবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে। তারা লিখেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেফোলিসের বিপক্ষে আল নাসরের হয়ে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো। ওই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরতে ও চুুমু খেতে দেখা যায় রোনালদোকে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছিল।
ইরানের আইন অনুসারে রোনালদোর ওই ঘটনা ’ব্যভিচার’ হিসেবে পরিগণিত। যার শাস্তি ৯৯টি বেত্রাঘাত ও দোররা। ২০২৩ সালের ওই ঘটনার শাস্তি হতে পারে বলে রোনালদো সেখানে যাননি। তবে এ বিষয়ে কোনো সূত্রের উল্লেখ করেনি মার্কা।