লা লিগায় শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো বার্সেলোনা। গতকাল অ্যাওয়েতে ভায়াদোলিদকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে দলটি। রাফিনহা ও ফেরমিন লোপেজ বার্সেলোনার হয়ে গোল করেছেন। ভায়াদোলিদের হয়ে ব্যবধান কমান ইভান সানচেজ।
শনিবার রাতের এ জয়ের ফলে ৩৪ ম্যাচ থেকে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭২ পয়েন্ট।
শিরোপা জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল করার এ ম্যাচে বার্সেলোনার পথটা মোটেও মসৃণ ছিল না। বরং ছিল কাটায় ভরপুর। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। খেলা শুরুর বাঁশি বাজতে না বাজতেই পিছিয়ে পড়েছিল হ্যান্সি ফ্লিকের দল। ষষ্ঠ মিনিটে গোল করে ভায়াদোলিদকে এগিয়ে নিয়েছিলেন ইভান সানচেজ। পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করেছিল বার্সেলোনা। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দলটির কাছে এমন ধাক্কা হয়তো কারো প্রত্যাশিত ছিল না। তবে দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে সমর্থকদের বুকে চেপে থাকা বিশাল পাথরটি সরিয়ে দেন রাফিনহা ও লোপেজ। ৫৬ ও ৬০ মিনিটে গোল দুটো করেন তারা।
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জয় বার্সেলোনাকে আত্মবিশ্বাস জোগাবে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচে আগামী মঙ্গলবার মাঠে নামবে তারা। ইন্টার মিলানের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ৩-৩ গোলে ড্র করে একটু অস্বস্তিতে রয়েছে দলটি। কেননা ফিরতি লেগের ম্যাচটি অ্যাওয়েতে খেলতে হবে বার্সেলোনাকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















