ভারতকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

গ্রুপে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর সমালোচনার মুখে বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নারী সাফের সেমিফাইনালে জায়গা করে নিলো।

ম্যাচের ১৮তম মিনিটে আফেঈদা খন্দকারের গোলে লিড নেয়ার পর ২৯ ও ৪২তম মিনিচে তহুরা খাতুনের গোলে বাংলাদেশ ৩-০ তে এগিয়ে যায়। পরে ৪৪তম মিনিটে বালা দেবী ভারতের পক্ষে একটি গোল শোধ করেন। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কোন পক্ষই আর গোল পায়নি।

নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলছে ‘এ গ্রুপে’। বাংলাদেশের গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই শেষ চার নিশ্চিত করলো সাবিনা খাতুনের দল। আর শিরোপার অন্যতম দাবীদার ভারত ‘এ-গ্রুপের’ রানার্স-আপ হিসেবে সেমিফাইনালে খেলবে। প্রথম ম্যাচে তারা পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছিলো। আর পাকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করা বাংলাদেশ ৩-১ গোলে হারালো ভারতকে।

‘বি-গ্রুপে’ স্বাগতিক নেপালের সাথে আছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। দুই ম্যাচে চার পয়েন্ট করে নিয়ে টেবিলের এক ও দুই নাম্বার অবস্থানে আছে নেপাল ও ভুটান। তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিনে শ্রীলঙ্কা। দুই ম্যাচেই হেরেছে মালদ্বীপ। ফলে গ্রুপেই তাদের বিদায় চূড়ান্ত হয়ে গেছে। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর পৌনে ২ টায় মালদ্বীপ ও ভুটান মুখোমুখি হবে। আর সন্ধ্যা পৌনে ৬টার ম্যাচে নেপাল খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

আগামী ২৭ অক্টোবর প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ‘বি-গ্রুপের’ রানার্স আপ দলের মুখোমুখি হবে। একই দিন সন্ধ্যা পৌনে ৬টার ম্যাচে ভারতের মুখোমুখি হবে ‘এ-গ্রুপের’ চ্যাম্পিয়ন দল।  

Exit mobile version