ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের আগে জাতীয় দলের জন্য সৌদি আরবে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত পুরো দল সোদি আরবে থাকবে। দুপুরে (আজ সোমবার) বাফুফে ন্যাশনাল টিমস কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভার্চুয়াল সভায় কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ডেপুটি চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরুল হাসানসহ কমিটির অন্যান্য সদস্যরা যোগ দিয়েছিলেন।