ভারতে ম্যাচ ফিক্সিংয়ে নিষিদ্ধ ৩ ক্লাব ও ২৪ খেলোয়াড়

ম্যাচ ফিক্সিংয়ের কারণে ভারতের মিজোরাম রাজ্যের ফুটবলে চলছে বিতর্কের ঝড়। মিজোরাম প্রিমিয়ার লিগ-২ এ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে স্থানীয় ফুটবল অ্যাসোসিয়েশন (মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন – এমএফএ) তিনটি ক্লাব ও ২৪ জন খেলোয়াড়সহ তিনজন কর্মকর্তাকে কঠোর শাস্তি দিয়েছে।

মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তারা লিগে চলমান দুর্নীতির বিষয়টি উদঘাটন করেছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘এ ধরনের কার্যকলাপ মিজোরামের ফুটবলের মূল্যবোধ ও খেলার অখণ্ডতাকে হুমকির মুখে ফেলেছে এবং ভক্তদের অসম্মানিত করেছে।’ এমএফএ জানিয়েছে, শাস্তির আওতায় থাকা ক্লাবগুলো ভবিষ্যতের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না এবং সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তারা সাসপেনশনে থাকবেন।

নিষিদ্ধ হওয়া তিনটি ক্লাব হল সিহফির ভেঙ্গলুন এফসি, রামহলুন অ্যাটলেটিকো এফসি এবং এফসি বেথলেহেম। তিনটি ক্লাবকেই তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে তিন ক্লাবের তিনজন কর্মকর্তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়দের মধ্যে ১৪ জনই সিহফির ভেঙ্গলুন এফসি থেকে এবং লিগের সর্বোচ্চ গোলদাতা ফেলিক্স লালরুয়াতসঙ্গও এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। চানমারি এফসি ও এফসি বেথেলহেমের দুজন খেলোয়াড়কে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

Exit mobile version