ক্লাব ফুটবলে উড়ছেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু জাতীয় দলের জার্সিতে বিবর্ণ তিনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফুটবলে ভেনেজুয়েলার বিপক্ষে সে পথেই হাঁটলেন তিনি। পেনাল্টিও মিস করেছেন। আর তাতে জয়ের সুযোগ হারিয়েছে ব্রাজিল। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ড্র’র ফলে ১১ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ১৭। পয়েন্ট টেবিলে তারা তৃতীয় স্থানে। অন্যদিকে ভেনেজুয়েলার পয়েন্ট ১২। তারা রয়েছে সপ্তম স্থানে।
অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচটি ব্রাজিলের জন্য কঠিন করে তুলেছিল স্বাগতিক ভেনেজুয়েলা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির সঙ্গে তারা সমান তালে লড়েছে। তারই মাঝে প্রথমার্ধের শেষ সময়ে ব্রাজিল গোল করে এগিয়ে যায়। রাফিনহা ৪৩ মিনিটে গোলটি করেন। ফ্রি কিকে গোল পায় ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে ১৯ বছরে এটা ব্রাজিলের প্রথম গোল। শেষবার এই কীর্তি দেখিয়েছিলেন রবার্তো কার্লোস। ২০০৫সালে এই ভেনেজুয়েলার বিপক্ষে গোল করেছিলেন তিনি।
পেরু ও চিলির বিপক্ষে জয়ের পর এ ম্যাচের শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ছিল। আধিপত্যের লড়াইয়ে তারা কিছুটা এগিয়েও ছিল। ভিনিসিয়ুসও তার দক্ষতা প্রমাণ করে চলেছিলেন। ২০ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন তিনি গোল করার। কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। উভয় দল মিলে এগারবার গোলের সুযোগ পেয়েছে। তবে একবার করে সফল হয়েছে। বিরতির পরপরই ভেনেজুয়েলা খেলায় সমতা ফিরিয়ে আনে।
৬২ মিনিটে ব্রাজিল পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি। ভিনিসিয়ুস জুনিয়রের শট ফিরিয়ে দেন গোলরক্ষক রাফায়েল রোমো। ফিরতি শটেও তিনি লক্ষ্যভেদে ব্যর্থ হন।
ভেনেজুয়েলার আলেক্সান্ডার গঞ্জালেস ৮৯ মিনিটে লাল কার্ড পেয়ে বের হয়ে গেলেও ব্রাজিল সুবিধা করতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের।