এবার আর হতাশ হতে হয়নি ভিনিসিয়ুস জুনিয়রকে। ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার তার হাতেই শোভা পেয়েছে। রদ্রি ও লিওনেল মেসিদের হারিয়ে ’ফিফা দ্য বেস্ট’ জয় করেছেন ভিনিসিয়ুস। কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার রাতে এই পুরস্কার তার হাতে তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা।
১৯৯১ সাল থেকে ফিফা বর্ষসেরা খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়ার রীতি চালু করে। এরপর পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের পাঁচ তারকা এই পুরস্কার জয় করেন। ভিনিসিয়ুস সেই তালিকায় ষষ্ঠ খেলোয়াড়। তবে তালিকায় একজন ব্রাজিলের নাম দেখতে ব্রাজিলিয়ানদের ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। সর্বশেষ কাকার হাতে উঠেছিল এই পুরস্কার। সেটি ২০০৭ সালে।
ফিফার এই পুরস্কার এর আগে ব্রাজিল থেকে জয় করেছেন রোমারিও, রোনালদো, রিভালদো, রোনালদিনহো ও কাকা। রোনালদো জিতেছেন তিনবার আর রোনালদিনহো দুইবার।
ভিনিসিয়ুস গত মৌসুমে রিয়ালের হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি ১১ গোলে সহায়ক ছিলেন। রিয়ালের হয়ে জয় করেছেন লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
পুরস্কার জয়ের পথে ভিনিসিয়ুস হারিয়েছেন সতীর্থ জুডে বেলিংহামকেও। তবে তার তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন রদ্রি। ভিনিসিয়ুস পয়েন্ট পেয়েছেন ৪৮, রদ্রির পয়েন্ট ৪৩।