ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে বড় জয় রিয়ালের

অবশেষে জয়ের ধারায় ফিরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকের সুবাদে শনিবার রাতে ঘরের মাঠে তারা লা লিগায় ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে। সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা দ্বিতীয় হারের পর এটি তাদের প্রথম জয়।

ব্যালন ডি অর না পাওয়া শোক ভুলে ভিনিসিয়ুস জুনিয়র মাঠে আগুন ঝরিয়েছেন। ৩৪ মিনিটে তিনি প্রথম গোলের দেখা পান। জুড বেলিংহামের কাছ থেকে বল পেয়ে ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরাকে হতাশ করেন তিনি। বিরতির আগেই রিয়াল মাদ্রিদ ব্যবধান দ্বিগুন করে। এবার আর গোলের রূপকার নন, নিজেই গোল করেন বেলিংহাম। ওসাসুনার আগুয়ান গোলরক্ষক হেরেরার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। এবারের মৌসুমে এটা তার প্রথম গোল।

বিরতির এক ঝটকায় রিয়াল মাদ্রিদ ব্যবধান দ্বিগুন করে। দুটো গোলই করেন ভিনিসিয়ুস। তার হ্যাটট্রিকও পূর্ণ হয় এই দুই গোলে। মাত্র ৭ মিনিটের ব্যবধানে গোল দুটো করেন তিনি। প্রথমটি ৬১ মিনিটে ও দ্বিতীয় ৬৯ মিনিটে।

বড় ব্যবধানে জয় পেলেও একটা সময় রিয়াল মাদ্রিদ বেশ শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধে ইনজুরির কারণে এদের মিলিতাও ও রদ্রিগো মাঠ ছেড়ে যান। দ্বিতীয়ার্ধে লুকাস ভাজকুয়েজকে ইনজুরির কারণে তুলে নিতে হয়।

এ জয়ের ফলে ১২ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল দ্বিতীয় স্থানে রয়েছে। ৩৩ পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা শীর্ষে। ২১ পয়েন্ট নিয়ে ওসাসুনা পঞ্চম স্থানে। তারা একটা ম্যাচ বেশি খেলেছে।

Exit mobile version