নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তির হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রাথমিক কাজ হিসেবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে অংশগ্রহণ প্রায় নিশ্চিত করে নিলো সেলেকাওরা। দর্শকদের মন ভরাতে না পারলেও ম্যাচে ব্রাজিল খেলেছে ব্রাজিলের মতোই। একই সাথে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ড্র করে সমালোচিত অ্যানচেলত্তি এই ম্যাচে দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা।
এই জয়ের ফলে ব্রাজিলের বিশ্বকাপ টিকেট নিশ্চিতই বলা যায়। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ইকুয়েডর ও ব্রাজিলের পয়েন্ট সমান ২৫ হলেও গোলগড়ে পিছিয়ে টেবিলের তিনে ব্রাজিল। সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবলে একমাত্র দল হিসেবে সবগুলো বিশ্বকাপে খেলার কীর্তিটা আরও সমৃদ্ধ করেছে পেলের দেশটি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ হবে ব্রাজেলের ২৩তম অংশগ্রহণ।
করিনথিয়ান্সে অনুষ্ঠিত ম্যাচের ৪৪তম মিনিটে একমাত্র গোলটি পায় ব্রাজিল। ন্যূনতম ব্যবধান হলেও নিজেদের মাঠের খেলায় ব্রাজিলের ছিল একচ্ছত্র আধিপত্য। ম্যাচের প্রায় ৭৩ ভাগ খেলা স্বাগতিক দল নিয়ন্ত্রণ করেছে। প্রতিপক্ষের জাল লক্ষ্য করে শটও তারা বেশি নিয়েছে। কিন্তু লক্ষ্যভেদ হয়েছে একবারই।
গত ২৬ মার্চ আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ব্রাজিলের কোচ পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত রুপ পায়। দায়ীত্বে আসেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি। প্রথম ম্যাচে যদিও স্বস্তি দিতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচেই দলকে জয় এনে দিয়েছেন। বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচে ব্রাজিলের এটা সপ্তম জয়। পাশাপাশি চার ড্র নিয়ে দলটির পয়েন্ট ২৫। শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন পর্যন্ত ১০।
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের আর দুই ম্যাচ বাকি। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রেমে চিলি ও বলিভিয়া। উভয় দলের বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বাছাই পর্ব ইতিমধ্যেই ছিটকে গেছে দুই দুর্বল দল বলিভিয়া ও পেরু।
এদিকে এ ম্যাচে হারলেও প্যারাগুয়ে বিশ্বকাপের টিকেটের পথে ভালোভাবেই টিকে রয়েছে। ১৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। অবস্থান পঞ্চম। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ছয়টি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সে বিচারে প্যারাগুয়ে নিরাপদ অবস্থানে রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















