নেপালের মাটিতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা। সাবিনা খাতুনের নেতৃত্বে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশের দল। তহুরা আক্তার করেছেন হ্যাটট্রিক, অধিনায়ক সাবিনা খাতুনের পা থেকে এসেছে দুটি গোল। বাকি দুটি গোল করেছেন ঋতুপর্ণা চাকমা এবং মাসুরা পারভিন।
ম্যাচের সপ্তম মিনিটেই বাংলাদেশ লিড নেয় ঋতুপর্ণার শটে। এরপর ১৫ মিনিটে ভুটানের ডিফেন্সের দুর্বলতার সুযোগে তহুরা দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২৪তম মিনিটে অধিনায়ক সাবিনা গোলের সহজ সুযোগ মিস করলেও এক মিনিট পরেই আরও এক গোল দিয়ে ব্যবধান বাড়ান। প্রথমার্ধে তহুরা এবং সাবিনার দৃষ্টিনন্দন গোলগুলো বাংলাদেশকে ৫-১ লিড এনে দেয়।
বিরতির পর কিছুটা ধীরগতি দেখা গেলেও ৫৭ মিনিটে তহুরা তার হ্যাটট্রিক পূর্ণ করেন মনিকা চাকমার চিপ শটে। আর ৭ম গোলটি করেন ডিফেন্ডার মাসুরা পারভিন, কর্ণার থেকে পাওয়া বলে মাথা ছুঁইয়ে।
এ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখল বাংলাদেশ, যা দলের জন্য আরেকটি মাইলফলক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















