ভুটানের বিপক্ষে সহজ জয় বাংলাদেশের

ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। আজ ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ২-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। উভয়ার্ধে একটি করে গোল পায় স্বাগতিকরা। গোল করেছেন হামজা চৌধুরী ও সোহেল রানা।

বাংলাদেশের মূল লক্ষ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। সে কারণে দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন কোচ হ্যাভিয়ের একাধিক পরিবর্তন আনেন। সুযোগ নষ্ট না করলে বাংলাদেশের বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা ছিল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। কর্ণার থেকে জামাল ভূইয়ার নেয়া শটকে লাফিয়ে উঠে গোলে পরিণত করেন হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধের নিশুরুতে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা।

প্রথমার্ধে হামজার গোলের পর বেশ কয়েকটি সুযোগ পেলেও আর ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি জামাল ভূইয়াদের। ফলে ১-০ গোলের লিড নিয়েই ক্যাবরেরার শিষ্যরা মাঠ ছাড়ে।

Exit mobile version