এশিয়ান ফুটবল কনফেডারেশন, এএফসি’র নতুন টুর্নামেন্ট এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটান গেলো বসুন্ধরা কিংস। আজ দুপুরে দেশটিতে পৌঁছায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, বিপিএলে টানা চারবারের চ্যাম্পিয়নরা।
চলতি মৌসুম থেকে শুরু হচ্ছে এএফসি’র নতুন সংস্করণ চ্যালেঞ্জ লিগ। যেখানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা। ‘এ’-গ্রুপে কিংসদের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমাহ এফসি ও ভুটানের পারো এফসি।
গ্রুপে বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচ ২৬ অক্টোবর নেজমাহ এফসির বিপক্ষে। ২৯ ও ১ নভেম্বর যথাক্রমে পরের দুই ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল ও পারো এফসি’র বিপক্ষে।
এর আগে পুরনো ফর্মেটে তিনবার এএফসি কাপে খেলেছে বসুন্ধরা। সেসময় দলটির কোচ ছিলেন অস্কার ব্রুজোন। ছয় বছর দলটির দায়ীত্ব পালন করে চলতি বছরের ৭ জুলাই দায়ীত্ব ছাড়েন স্প্যানিশ এই কোচ। এখন কিংস শিবিরের নতুন কোচ রোমানিয়া ভ্যালেরিও তিতা।
‘িএএফসি চ্যালেঞ্জ লিগে’ ‘ওয়েস্ট জোনে’ ১২টি দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে তিন গ্রুপের মধ্যে সেরা রানার্স আপ দলও খেলবে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের সাথে যুক্ত হবে ইস্ট জোনের দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল।