বাংলাদেশ নারী ফুটবলের দুই উজ্জ্বল মুখ তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের জন্য আজ একটি বিশেষ দিন। প্রথমবারের মতো দেশের বাইরে পেশাদার ক্লাব ফুটবলে পা রাখলেন তারা। সোমবার সকালে ভুটানের রয়েল থিম্পু কলেজ ক্লাবের হয়ে খেলতে রওনা হন এ দুই ফরোয়ার্ড।
ভুটানের নারী লিগে এটি পরিচিত ক্লাব। দলটি গত বছর এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে অংশ নিয়েছিল, এবারও টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ফলে তহুরা ও শামসুন্নাহারের এএফসি লিগে খেলার সুযোগও রয়েছে। আগের বছর বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনকে একই ক্লাব দলে নিতে চাইলেও নিবন্ধন জটিলতায় সেটা সম্ভব হয়নি।
তহুরা-শামসুন্নাহারের যুক্ত হওয়ায় এখন ভুটানে খেলছেন মোট ১২ জন বাংলাদেশি নারী ফুটবলার। এর মধ্যে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুশিমা খেলছেন পারো এফসির হয়ে। অন্যদিকে ট্রান্সপোর্ট ও থিম্পু এফসির হয়ে খেলছেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।
আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য জাতীয় দলের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে। এ ছাড়া বছরের শেষ দিকে সাফ নারী ক্লাব টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও রয়েছে। এর মাঝে দেশের বাইরে খেলোয়াড়দের ব্যস্ততা জাতীয় দলের প্রস্তুতির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
তবে দেশের ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ নারী ফুটবলের অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত। এখন দেখার বিষয়, এই অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় দলের পারফরম্যান্সে কীভাবে প্রভাব ফেলে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















