এবারের কোপা আমেরিকা ফুটবলে প্রথম কোয়ার্টার ফাইনালের মতো দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও শেষ হলো টাইব্রেকারে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্রতে শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণী পরীক্ষায় কানাডা জয় পায় ৪-৩ গোলে। সেমিফাইনালে তারা পাচ্ছে `এ-গ্রুপে’ খেলা প্রতিপক্ষ আর্জেন্টিনাকে।
যুক্তরাষ্টের মেজর লিগ সকারে খেলা জ্যাকব শাফেলবার্গের গোলে ম্যাচের ১৩তম মিনিটে লিড নেয় কানাডা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে হোসে রনডন ভেনেজুয়েলাকে সমতায় ফেরান। ১-১ গোলে খেলা শেষ হওয়ার পর ফলাফল নির্ধারণী টাইব্রেকে উভয় দল প্রথম পাঁচ শটের তিনটিতে গোল করে। দুটি করে সুযোগ নষ্ট করে। সাডেন ডেথে কানাডা গোল করলেও ব্যর্থ হয় ভেনেজুয়েলা।
আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়েই শুরু হয়েছিলো ৪৮তম কোপা আমেরিকা ফুটবল। ওই ম্যাচের আগে আর্জেন্টিনাকে চমকে দিতে চেয়েছিলো বৈশ্বিক ফুটবলে অন্যতম শক্তিশালী দল কানাডা। গ্রুপ ম্যাচটিতে তারা অবশ্য হেরেছিলো ২-০ গোলে। হারলেও মাঠে আর্জেন্টিনার পরীক্ষা নিয়েছিলো কানাডা।
কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার সাদামাটা পারফরমেন্সে অসন্তুষ্ট কোচ লিওনেল স্কালোনি। টাইব্রেকে ৪-২ গোলে হারলেও পুরো ম্যাচে ইকুডেরই বেশি সুযোগ পেয়েছে। ম্যাচে বেশে কয়েকবার দলকে বাঁচিয়ে দেয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ পেনাল্টি শ্যুটআউটেও প্রতিপক্ষের প্রথম দুই শট ঠেকিয়ে দেন।
কোপা আমেরিকা ফুটবলে কানাডা এবারই প্রথম অংশ নিচ্ছে। প্রথম অংশগ্রহণেই সেমিফাইনালে জায়গা করে নিয়ে তারা হন্ডুরাসের রেকর্ড স্পর্শ করলো। ২০০১ সালে প্রথম অংশ নেয়া হন্ডুরিয়ানরাও সেবার শেষ চারে জায়গা করে নিয়েছিলো।
১০ দলের ‘সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন’ বা কনমেবল এর তত্ত্বাবধানে পরিচালিত কোপা আমেরিকা ফুটবলের প্রতি আসরেই অতিথি দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়। এবার ছয় অতিথি দেশগুলো হচ্ছে নর্থ, সেন্ট্রাল ও ক্যারিবীয় অঞ্চলের যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, জ্যামাইকা, কোস্টারিকা ও পানামা।