ভ্যালেন্সিয়াকে উড়িয়ে কোপা দেল রের সেমিফাইনালে পৌঁছেছে বার্সেলোনা। বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-০ গোলে জয় পেয়েছে। হ্যাটট্রিক করেছেন ফেরান টরেস।
বার্সেলোনা সেমিফাইনালে ওঠায় সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। অন্য তিন দল হচ্ছে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। আগামী বুধবার সেমিফাইনালের ড্র হবে।
মাত্র দুই সপ্তাহের কম সময়ে বার্সেলোনা ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করলো। এর আগে লা লিগায় বার্সেলোনা ৭-১ গোলে হারিয়েছিল ভ্যালেন্সিয়াকে। এ ম্যাচের জয় দিয়ে বার্সেলোনা তাদের অপরাজিত থাকার ম্যাচের সংখ্যা দশে নিয়েছে।
একপেশে খেলায় বার্সেলোনা ৪-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। মাত্র আধাঘন্টার মধ্যে টরেস হ্যাটট্রিক পূর্ণ করেন। তৃতীয় মিনিটে প্রথম গোল পান টরেস। ১৪ মিনিট পর দ্বিতীয় গোল করেন তিনি। ম্যাচের বয়স আধাঘন্টা হতেই তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন টরেস। তার হ্যাটট্রিক গোলের আগে স্কোর শিটে নাম লেখান ফেরমিন লোপেজ। ৫৯ মিনিটে লামিনে ইয়ামাল দলের হয়ে পঞ্চম গোলটি করেন।