অবশেষে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। লা লিগায় রোববার রাতে নিজেদের মাঠের খেলায় তারা ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ভ্যালেন্সিয়াকে। ফ্রেঙ্কি ডি জং, ফেরান টরেস, রাফিনহা, ফেরমিন লোপেজ ও রবার্ট লেফানদোভস্কি গোলগুলো করেন। লোপেজ করেন জোড়া গোল। অন্যটি ছিল আত্মঘাতি।
এ জয়ের ফলে ২১ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৪২। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। রিয়াল মাদ্রিদ ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫।
সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনা জয় পেতে যেন ভুলে গিয়েছিল। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। টানা চার ম্যাচে পয়েন্ট হারানোর পর এটা তাদের প্রথম জয়। মৌসুমের শুরুতে টানা সাত ম্যাচে যে দলটা জয় পেয়েছিল সর্বশেষ ৯ ম্যাচে সেই দলটা মাত্র দুই জয় পেয়েছে। এ সময়ে রিয়াল সোসিয়েদাদ, লাস পালমাস, লেগানেস ও আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছে তারা। এই চার হারের পাশাপাশি তিন ড্র তাদেরকে শীর্ষস্থান থেকে ছিটক দিয়েছে।
রেলিগেশন আতঙ্কে থাকা ভ্যালেন্সিয়ার বিপক্ষে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিল বার্সেলোনা। ফলে একের পর এক গোল পেয়েছে দলটি। ১৪ মিনিটের মধ্যে তারা তিন গোলে এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধে তারা পেয়েছিল পাঁচ গোল।
চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ৫-৪ গোলে জয়ের পর এ জয়ের দেখা পেলো বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে লিগ পর্যায়ে আগামী বুধবার বার্সেলোনা শেষ ম্যাচে মাঠে নামবে। এরই মধ্যে নক আউট পর্ব নিশ্চিত করা বার্সেলোনা শেষ ম্যাচ খেলবে আতালান্তার বিপক্ষে।