লা লিগায় সোমবার রাতে গোল উৎসব করেছে বার্সেলোনা। নিজেদের মাঠের খেলায় তারা ভ্যালেন্সিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ৬-০ গোলে জয় পেয়েছে। ফারমিন লোপেজ, রাফিনহা ও বরার্ট লেফানদোভস্কি দুটো করে গোল করেছেন।
গত সপ্তায় রায়ো ভায়েকানোর কাছে পয়েন্ট হারিয়েছিল বার্সেলোনা। পাশাপাশি দলের অন্যতম তারকা লামিনে ইয়ামিলের ইনজুরি থাকায় এ ম্যাচ নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল সমর্থকরা। সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল ভ্যালেন্সিয়ার রক্ষণভাগ। বেশ ভালোভাবেই তারা প্রায় আধাঘন্টা বার্সেলোনাকে গোল থেকে দূরে রেখেছিল। ফলে ২৯ মিনিট পর্যন্ত তাদেরকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়। ফারমিন লোপেজ এ সময়ে গোল করে সমর্থকদের মনে স্বস্তি এনে দেন।
তবে দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়ার সব প্রতিরোধ ভেঙ্গে পড়ে। এ সময়ে একের পর এক গোল হজম করে দলটি। কয়েক মিনিট পরপর ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়। ৫৩ মিনিটে রাফিনহা গোল করে ব্যবধান দ্বিগুন করেন। এই গোলের ধাক্কা সামলে উঠতে না উঠতে ৫৬ মিনিটে লোপেজ তার দ্বিতীয় গোল করেন।
লোপেজের দ্বিতীয় গোলে হয়তো উদ্বুদ্ধ হয়েছিলেন রাফিনহা। ৬৬ মিনিটের সময় তিনি দ্বিতীয় গোল করেন।
সতীর্থদের এমন গোল উৎসব দেখেে বসে থাকাটা বুদ্ধিমানের মনে হয়নি রবার্ট লেফানদোভস্কির। তিনিও শুরু করলেন। ৭৬ মিনিটে প্রথম গোলের পর ৮৬ মিনিটে করলেন দ্বিতীয় গোল।
এ জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দ্বিতীয় স্থানে। শতভাগ জয় অর্থাৎ চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে শীর্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















