মরক্কো কে হারিয়ে সেমিতে ব্রাজিল!

দোহায় ফিফা অনূর্ধ্ব- ১৭ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জমে উঠেছিল উত্তেজনার লড়াই। শেষ মুহূর্তের নাটকীয় গোল ব্রাজিলকে তুলে দিয়েছে সেমিফাইনালে। মরক্কোর বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেছে গত আসরের রানার্স আপ সেলেসাও।

শুক্রবার (২১ নভেম্বর) দোহার এসপায়ার একাডেমির ৭ নম্বর মাঠে খেলাটি হয়ে যায় ওয়েন্ডেসন সান্তোস ডেলের শো। ব্রাজিলের দুই গোলই এসেছে এই তরুণ ফরোয়ার্ডের পা থেকে।

ম্যাচের শুরুতেই ব্রাজিল গতি পায়। ১২ মিনিটে ডেলের দারুণ স্পিড আর নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় দলটি। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে ম্যাচে ফেরে মরক্কো। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পেয়ে সুযোগ হাতছাড়া করেনি তারা। জিয়াদ বাহার সফল স্পট কিকে সমতায় ফেরে দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বেড়ে যায়। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোল সন্ধানে ব্যস্ত থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে আর কেউই জাল খুঁজে পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

আর সেখানেই হাজির হন আবারও সেই ডেল। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে তার দুর্দান্ত শট জড়িয়ে যায় মরক্কোর জালে। ভিএআরের নির্দেশে রেফারি গোল নিশ্চিত করতেই ম্যাচ শেষের বাঁশি, আর ব্রাজিলের খেলোয়াড়রা ছুটে যান উল্লাসে।

কোয়ার্টারের অন্য ম্যাচগুলোতেও নির্ধারিত হয়েছে বাকি তিন সেমিফাইনালিস্ট। অস্ট্রিয়া ১-০ গোলে জাপানকে, ইতালি ১-০ গোলে বুরকিনা ফাসোকে এবং পর্তুগাল ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

আগামী সোমবার (২৪ নভেম্বর) হবে দুটি সেমিফাইনাল। সন্ধ্যা ৭টায় অস্ট্রিয়ার প্রতিপক্ষ ইতালি। আর রাত ১০টায় ব্রাজিল মুখোমুখি হবে পর্তুগালের।

ইউরোপীয় দুই শক্তির সংঘর্ষ যেমন আগ্রহ তৈরি করেছে, ব্রাজিল-পর্তুগালের লড়াইও হয়ে উঠতে পারে তরুণ প্রতিভায় ভরা এক দারুণ সেমিফাইনাল যুদ্ধ।

Exit mobile version