মলট্রির জোড়া গোলে যুক্তরাষ্ট্রের প্রতিশোধ

প্রীতি ম্যাচ

পর্তুগালের বিপক্ষে প্রীতি নারী ফুটবলের ম্যাচে প্রতিশোধ নিয়েছে যুক্তরাষ্ট্র। জোড়া গোল করেছেন যুক্তরাষ্ট্রের ওলিভিয়া মল্ট্রি। তার জোড়া গোলের সুবাদে রবিবার অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে বৃহস্পতিবার পেনসিলভানিয়ার চেস্টারে আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ২–১ গোলে হেরেছিল যুক্তরাষ্ট্র। সেটিই ছিল পর্তুগালের ইতিহাসে প্রথমবার যুক্তরাষ্ট্রকে হারানো। কোচ এমা হেইসের অধীনে যুক্তরাষ্ট্র দলের মাত্র তৃতীয় হার ছিল এটি।

ম্যাচের শুরুতেই মাত্র ৪৫ সেকেন্ডের মাথায় গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেন মল্ট্রি। তবে ৫ মিনিটেই বিয়াত্রিজ ফনসেকার ক্রস থেকে জেসিকা সিলভার হেডে সমতায় ফিরে আসে পর্তুগাল। ১০ মিনিটে মল্ট্রি নিজের দ্বিতীয় গোলটি করে যুক্তরাষ্ট্রকে আবারও এগিয়ে নেন। ২০ বছর বয়সী এই মিডফিল্ডার এখন পর্যন্ত ১০ আন্তর্জাতিক ম্যাচে দুটি ম্যাচে দুই গোল করেছেন।

৭৭তম মিনিটে বদলি হিসেবে নামা স্যাম কফি ৮২ মিনিটে গোল করে জয়ের ব্যবধান বাড়ান। কফি ও মল্ট্রি দুজনেই যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড থর্নস দলের সতীর্থ।

বর্তমান আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে যুক্তরাষ্ট্র বুধবার কানসাস সিটির সিপিকেসি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

Exit mobile version