মাঠে নামা মানেই শুরু, শেষ বলতে কিছু নেই- রোনালদো

প্রীতি ম্যাচ হোক কিংবা প্রতিযোগিতামূলক, ক্রিস্তিয়ানো রোনালদোর কাছে প্রতিটি ম্যাচই যেন যুদ্ধের ময়দান। বয়সকে তিনি কেবলই একটি সংখ্যা হিসেবে নিচ্ছেন, আর বারবার মাঠে প্রমাণ করছেন কেন এখনও তিনি বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন। ক্লাব হোক বা জাতীয় দল—গোল করার ক্ষুধা তার থেমে নেই, বরং যেন দিনে দিনে আরও বেড়ে চলেছে।

সেই ধারাবাহিকতায় এবারও আলো ছড়ালেন অস্ট্রিয়ায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। গত রাতের ম্যাচে অস্ট্রিয়ার আন্টার্সবার্গ অ্যারেনায় ফরাসি ক্লাব তুলুজের মুখোমুখি হয়েছিল রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে নেয় আল নাসর।

প্রথমে ২৫ মিনিটে ইয়ান বোহোর গোলে এগিয়ে যায় তুলুজ। তবে ৩৩ মিনিটে সমতা ফেরান রোনালদো। সতীর্থ ওয়েসলির দারুণ পাস থেকে গোল করেন তিনি। ওয়েসলি রক্ষণ ভেদ করে এগিয়ে গিয়ে পাস বাড়ান, রোনালদোর টানা শট ঠেকাতে পারেননি তুলুজ গোলরক্ষক গুইলাম রেস্টেস।

ম্যাচ জয়ের পর নিজের ফেসবুক পেজে কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোনালদো, যার মধ্যে রয়েছে তাঁর সেই বিখ্যাত ‘সিউ’ উদযাপনও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ক্ষুধা কখনো কমবে না। এখনো অনেক কিছু বাকি। আমরা কেবল শুরু করেছি।’

তবে রোনালদো এই ম্যাচে আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন। হোয়াও ফেলিক্সের সঙ্গে বোঝাপড়ার ঘাটতির কারণে সেটি হয়নি। বাঁ দিক থেকে আসা এক ক্রসে দুজনই বলের সামনে পড়েন, কিন্তু গোল হয়নি কারও।

ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মোহামেদ মারান। ৭৬ মিনিটে নাওয়াফ বুশালের কাছ থেকে আসা ক্রসে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন তিনি।

আল নাসরের সামনে আরও একটি প্রীতি ম্যাচ অপেক্ষা করছে, যেখানে তারা মুখোমুখি হবে আলমেরিয়ার। বাংলাদেশ সময় ১০ আগস্ট রাত ১১টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে। এরপর ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে আল নাসর।

২০২৩ সাল থেকে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত একমাত্র বড় শিরোপা হিসেবে জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমে রোনালদো সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৫টি গোল। তার লক্ষ্য এখন প্রতিযোগিতামূলক ফুটবলে ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলা-আর এই গন্তব্যের পথে ছুটে চলেছেন তিনি দুর্বার গতিতে।

Exit mobile version