মাঠে নেই লিওনেল মেসি। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে খেলার কথা ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার। কিন্তু শেষ পর্যন্ত ইনজুরির কারণে তিনি এ ম্যাচে মাঠে নামেননি। মাংসপেশী সামান্য সমস্যা দেখা দিয়েছে বলে জানানো হয়েছে। তাকে ছাড়াই লিগস কাপের কোয়ার্টার ফাইনালে খেলছে ইন্টার মায়ামি।
গত ২ আগষ্ট এই লিগস কাপে খেলার সময় আহত হন মেসি। মাত্র ১১ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছিলেন। বড় ধরণের ইনজুরির আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত সে আশঙ্কা থেকে মুক্তি পান মেসি। তবে দুটো ম্যাচ খেলতে পারেননি।
গত শনিবার আবার মাঠে ফিরেছিলেন। বদলি খেলোয়াড় হিসেবে লা গ্যালাক্সীর বিপক্ষে মাঠে নেমে চমক ছড়ান। গোল করান ও গোল করেন। দলও জয় পায়। তবে দলের প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো জানিয়েছিলেন, মেসি দারুণ খেললেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তাকে পর্যবেক্ষণে রাখা হবে। সে সময় থেকে মেসি আলাদা অনুশীলন করেন। ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে মাশচেরানো জানিয়েছিলেন, মেসি দলের বাইরে রাখা হবে না, তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
মঙ্গলবার এক সাক্ষাতকারে মাশচেরানো বলেন, লিও দলের সঙ্গে অনুশীলন করেনি। সে আলাদা অনুশীলন করেছে। তবে সে খেলবে কিনা তা সে কেমন অনুভব করে তার ওপর নির্ভর করছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















