মাঠ থেকে তুলে নেওয়ায় ক্ষেপলেন নেইমার

ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে লিগ ম্যাচে মাঠ থেকে তুলে নেওয়ায় ক্ষিপ্ত হয়েছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। তবে এটাকে আমলে নেননি সান্তোসের আর্জেন্টাইন কোচ হুয়ান পাবলো। বরং তিনি এটাকে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে মেনে নিয়েছেন।

ম্যাচের ৮৫তম মিনিটের সময় নেইমারকে তুলে নিয়েছিলেন কোচ পাবলো। এতে ক্ষিপ্ত হয়ে নেইমার হয়ে মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিং রুমে চলে যান। পাবলো বলেন, যে কোনো খেলোয়াড় এমন ঘটনায় হতাশ হয়ে থাকে। নেইমারের জন্যও এটা হতাশার ব্যাপার। কিন্তু আমি তাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’নেইমারকে যখন পরিবর্তন করা হয় তখন সান্তোস ৩-০ গোলে পিছিয়ে ছিল। বাকি সময়ে সান্তোস আর কোনো গোল হজম করেনি। শুধু তাই নয়, ওই সময়ে তারা দুই গোল পরিশোধ করে।

পয়েন্ট টেবিলে সান্তোসের অবস্থা বেশ নাজুক। রেলিগেশন আতঙ্কে রয়েছে দলটি। ৩৩ বছর বয়সী নেইমার ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর দীর্ঘ ৪৮ দিন পর মাঠে নেমেছিলেন। সান্তোসের হয়ে তার পারফরম্যান্সও সন্তোষজনক নয়। ১৫ ম্যাচে করেছেন মাত্র তিন গোল।

এদিকে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, সান্তোস রেলিগেশনে পড়লে নেইমার সান্তোস ছেড়ে যাবেন।

Exit mobile version