লা লিগায় মাদ্রিদ ডার্বিতে জয় পায়নি কেউ। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। রিয়ালের মাঠে অনুষ্ঠিত ম্যাচে হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে গোল পরিশোধ করে পয়েন্টে ভাগ বসান।
পয়েন্ট ভাগাভাগির ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান রিয়াল মাদ্রিদের দখলেই থাকলো। ২৩ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ৫০ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। ৪৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪৫ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য ছিল আতলেতিকো মাদ্রিদের। তারই সুবাদে তারা প্রথমার্ধে এগিয়ে যায়। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলভারেজ। বিরতির পরপরই এমবাপ্পের গোলে তারা সমতায় আনে। তবে এ অর্ধে তাদের হতাশা উপহার দেয় আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক। অসাধারণ কিছু সেভ করেন তিনি।
দুর্ভাগ্য দিয়াগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদের। সব ধরণের ম্যাচে আগের ২১ লড়াইয়ের ১৯টিতে জয় পাওয়া দলটি আবার প্রমাণ করেছে তাদের রক্ষণভাগই সেরা। তবে ব্যর্থতা উপহার দিয়েছে তাদের আক্রমণভাগ। হুলিয়ান আলভারেজ ও লিনো সুযোগ নষ্ট করেছেন। অন্যথায় শুরুতেই তারা ব্যবধান বাড়িতে নিতে পারতো।