যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েও লিওনেল মেসির শেষটা হয়েছে কিছুটা হতাশাজনকভাবে। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে রেকর্ড পয়েন্ট অর্জন করে সাপোর্টার শিল্ড জিতলেও, প্লে–অফের প্রথম রাউন্ডেই আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে বিদায় নিতে হয়েছে মায়ামিকে।
মেসি ও তাঁর দল প্লে-অফের মঞ্চে নিরঙ্কুশ ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিলেন এবং তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচও জিতে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই ছন্দ ধরে রাখতে পারেননি এবং দুঃখজনকভাবে আটলান্টার কাছে হার মানতে হয়েছে তাদের। ফলে মেসির ক্লাব-পর্বের মৌসুম শেষ হয়েছে কিছুটা আক্ষেপের সঙ্গেই।
তবে মেসির জন্য এটি এখন থেমে থাকার সময় নয়। ইন্টার মায়ামির হয়ে মৌসুম শেষ করেই তিনি যোগ দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলে। বুয়েনস এইরেসের এজেইজা স্টেডিয়ামে মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে এবং ২০ নভেম্বর পেরুর বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
মায়ামির সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়ে মেসি জানান, “আমরা ক্লাব হিসেবে বড় হয়েছি এবং কিছু লক্ষ্য পূরণ করতে পেরেছি। কিন্তু আমরা আরও অনেক কিছু চাই। আমাদের পাশে থাকা সকল সমর্থকদের ধন্যবাদ। আমরা আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”
মেসি ইন্টার মায়ামির হয়ে ২৫ ম্যাচে ২৩ গোল ও ১৩টি সহায়তা করেছেন। যদিও চোট ও জাতীয় দলের খেলার কারণে তিনি ২০টি ম্যাচে খেলতে পারেননি।