অবশেষে শাস্তির মুখোমুখি হলেন নুনিয়েজ। গত জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল উরুগুয়ে। এরপর ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদের রোষানলে জড়িয়ে পড়েছিলেন উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়ের পরিবারের সদস্যরা।
এরপর পরিবারকে রক্ষা করতে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ে ফরোয়ার্ড দারউইন নুনিয়েজসহ দলটির বেশ কয়েক জন ফুটবলার। অবশেষে এ ঘটনায় নুনিয়েজকে ৫ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
এ ছাড়া একই ঘটনায় অন্য চার খেলোয়াড়কেও নিষিদ্ধ করা হয়েছে। তদন্তের পর সব মিলিয়ে উরুগুয়ের ১১ খেলোয়াড়কে শাস্তি দিয়েছে কনমেবল। অন্যদের সর্বোচ্চ চার ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা করা হয়েছে।
