আবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইতালি। বিশ মাস আগে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালি মুখোমুখি হয়েছিল ফিনালিসিমাতে। লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ইউরোপ সেরা ইতালিকে।
আর্জেন্টিনার সামনে সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। আর ইতালির সামনে প্রতিশোধ নেওয়ার।
আগামী মার্চে যুক্তরাষ্ট্রে এ ম্যাচটি মাঠে গড়াবে। এমনই তথ্য জানিয়েছেন আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক মার্কোস ডুরান ভিয়া রেলেভো। তিনি আরো জানিয়েছেন, উভয় দলের কোচ যথাক্রমে লিওনেল স্ক্যালোনি এবং লুসিয়ানো স্প্যালেত্তি এ ম্যাচটির জন্য উম্মুখ হয়ে অপেক্ষা করছেন।
আর্জেন্টিনা ও ইতালি যখন সর্বশেষ মুখোমুখি হয়েছিল তখন আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন। অন্যদিকে ইতালি ইউরো চ্যাম্পিয়ন।
মার্চে মুখোমুখি হওয়ার আগেও তারা একই খেতাব নিয়ে মাঠে নামবে। শুধু তাই নয়, মার্চের ম্যাচের পর আরো একবার এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে।
আর সেই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে ২০২৪ সালের কোপা চ্যাম্পিয়ন হতে হবে আর্জেন্টিনাকে। অন্যদিকে ইতালিকে হতে হবে ইউরো চ্যাম্পিয়ন। আর তাহলেই জাতীয় দলের হয়ে লিওনেল মেসিকে আরো একটা ম্যাচে মাঠে দেখা যেতে পারে।
