হারতে যেনো ভুলেই গিয়েছিলো আর্জেন্টিনা ফুটবল দল। লম্বা সময় ধরে অপরাজিত থাকা দলটি হার মানে কলম্বিয়ার কাছে। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এই হার মেনে নিতে পারেননি।
মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করেন মার্টিনেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। ফুটবলারদের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন মার্টিনেজ। তখন সামনে ক্যামেরা দেখেই মেজাজ হারিয়ে তাতে আঘাত করে বসেন তিনি। সেই সময় লাইভে থাকায় এই দৃশ্য নজরে আসে সবার।
এতে ক্ষেপেছে কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিকরা। কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে বলে, ‘ম্যাচের পর ক্যামেরায় আঘাত করা এবং তাতে ক্যামেরাম্যানের পড়ে যাওয়া প্রবল আক্রমণ। এতে সাংবাদিকের স্বাধীনতায় বাধা দেওয়া হয়েছে। আমরা ফিফার কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রয়োজনে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হোক, যাতে বাকিরা সতর্ক হয়। একই সঙ্গে আমরা কনমেবল ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষণ করছি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















