ব্রাজিলের নারী ফুটবলের সর্বোচ্চ গোলদাতা মার্তার বয়স হয়েছে ৩৯। গত বছর অলিম্পিক ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। কিন্তু ব্রাজিল কোচ আর্থার ইলিয়াস তাকে ভুলতে পারছেন না। কোপা আমেরিকার আগে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ জাপান। এ ম্যাচের জন্য মার্তাকে ডেকে পাঠিয়েছেন কোচ আর্থার।
২০২৪ সালের অলিম্পিক গেমসে ব্রাজিল তৃতীয় হয়ে সিলভার পদক জয় করে। সে সময় মার্তা অবসরের ঘোষণা দেন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও এখনো তিনি ক্লাব ফুটবলে আলো ছড়িয়ে চলেছেন। এনডব্লিউএসএল টিমের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও দুই বছরের জন্য তা বৃদ্ধি করেছেন।
ব্রাজিল বর্তমানে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। সেই শিরোপা ধরে রাখার জন্য কোচ আর্থার ইলিয়াস জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে মার্তাকে দলে ডেকেছেন। তিনি বলেন, আমি মার্তার সঙ্গে কথা বলেছি। সে বলেছে, যেহেতু এখনো ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলছেন সেহেতু দলকে সহায়তা করতে প্রস্তুত রয়েছেন। মাতা এ বছর ক্লাবে দারুণ করছেন। দলে তার উপস্থিতির তরুণদের উজ্জ্বীবিত করবে।
আগামী ৩০ মে ও ২ জুন ব্রাজিল প্রস্তুতি ম্যাচে জাপানের মুখোমুখি হবে। ১২ জুলাই থেকে শুরু হবে কোপা আমেরিকা। ইকুয়েডরে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের আগে অ্যাওয়েতে আরো একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সে ম্যাচে তাদের প্রপিতক্ষ ফ্রান্স।