এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলা আগেই নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। সে কারণে গতকাল রাতে অনুষ্ঠিত আল সাদের বিপক্ষে রোনালদোকে বিশ্রামে রেখেছিলেন আল নাসর কোচ স্তেফানো পিওলি। রোনালদোর অনুপস্থিতিতে আল নাসর ২-১ গোলে হেরে গেছে।
রোনালদোকে এ ম্যাচে মাঠের বাইরে রাখার আরও একটা কারণ ছিল। সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের সঙ্গে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ আল নাসরের। সে কারণে ৩৯ বছর বয়সী রোনালদোকে গুরুত্বহীন ম্যাচে রোনালদোর ওপর চাপ তৈরি করতে চাননি কোচ পিওলি। সেখানে তাকে বিশ্রামে রেখেছিলেন কোচ।
ম্যাচে না থাকলেও মাঠে ছিলেন রোনালদো। গ্যালারিতে মা ও বান্ধবীকে নিয়ে উপস্থিত ছিলেন তিনি। তার উপস্থিতি সতীর্থদের উজ্জ্বীবিত করতে পারেনি। বরং হতাশা নিয়ে ঘরে ফিরতে হয়েছে। ৫৩ মিনিটে আকরাম আফিফের করা গোলে এগিয়ে যায় আল সাদ। ৮০ মিনিটে আত্মঘাতি গোলের সুবাদে আল নাসর হার এড়ানোর একটা স্বপ্ন দেখছিল। কিন্তু ৯৯ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম আল নাসরের হার নিশ্চিত হয়ে যায়।
সবশেষ তিন ম্যাচে পাঁচ গোল করেছিলেন রোনালদো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে তার গোল চারটি।
৬ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে আল নাসর গ্রুপে তিন নম্বরে রয়েছে। আল সাদ ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে। উভয় দল আরও দুটি করে ম্যাচ খেলবে।