বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিকে আরও ধারালো করতে ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে আগামী অক্টোবরেই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা—এবার এশিয়ার দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত জানিয়েছে, ১০ অক্টোবর সিউলে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার, আর ১৪ অক্টোবর টোকিওতে লড়বে জাপানের বিপক্ষে। কাকতালীয়ভাবে, ২০২২ বিশ্বকাপের প্রস্তুতিতেও এই দুই দল ছিল তাদের প্রতিপক্ষ। তখন সিউলে কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল তিতের দল, আর টোকিওতে জাপানের বিপক্ষে জয় এসেছিল ১-০ গোলে।
অক্টোবরে এশিয়া সফর শেষ করে নভেম্বর মাসে একটি আফ্রিকান দলের বিপক্ষে ম্যাচ খেলতে চায় আনচেলত্তির ব্রাজিল। আগামী বছরের মার্চে ইউরোপের কোনো দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও আছে সিবিএফের। বাণিজ্যিক চুক্তির ভিত্তিতে নির্ধারিত হবে ম্যাচগুলোর ভেন্যু।
২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, তিন আয়োজক দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। জুনের শুরুর দিকেও দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রাখছে ব্রাজিল, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ।
এর আগে, সেপ্টেম্বরেই বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে নামবে সেলেসাও। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় মুখোমুখি হবে চিলির, আর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আনচেলত্তির শিষ্যরা। এখন বিশ্বজুড়ে ব্রাজিল ফ্যানদের লক্ষ্য একটাই- মিশন হেক্সা। ৬ষ্ঠ বারের জন্য বিশ্বকাপ জেতার জন্য মরিয়া ব্রাজিলিয়ানরা। শুধু ব্রাজিল বললে ভুল হবে বিশ্বজুড়েই কোটি-কোটি ফ্যান রয়েছে ব্রাজিলিয়ান সাম্বা ফুটবলের।
