সেরি আ’তে নাটকীয় এক জয় পেয়েছে জুভেন্টাস। শুক্রবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়েতে কোমোর বিপক্ষে শেষ মূহুর্তের পেনাল্টিতে তারা ২-১ গোলে শেষ হাসি হেসেছে। জয়ী দলের হয়ে উভয় গোল করেছেন র্যান্ডাল কোলো মুয়ানি।
কোমোর বিপক্ষে এ জয়ের ফলে জুভেন্টাস পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে। ২৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৩। পরিস্থিতির বিচারে তাদের সামনে হয়তো শিরোপা জয়ের সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে। কেননা শীর্ষে থাকা নাপোলি অনেকটা ব্যবধানে এগিয়ে রয়েছে। ২৩ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৫৪। ইন্টার মিলান দ্বিতীয় স্থানে, তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট।
হারলেও নিজেদের মাঠের খেলায় কোমা সফরকারী দলটিকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। প্রথমার্ধের শুরুর খানিকটা সময় তারা খেলাকে প্রতিপক্ষ অর্ধে সীমাবদ্ধ রেখেছিল। ফলে জুভেন্টাসের রক্ষণভাগ বেশ চাপের মুখে ছিল। এ সময়ে বেশ কয়েকবার তারা জুভেন্টাসের গোলরক্ষকের পরীক্ষায় ফেলেছিল
তবে খেলার ধারার বিপরীতে জুভেন্টাস গোল পেয়ে যায়। নিকোলাস গঞ্জালেসের কাছ থেকে পাওয়া পাসে গোল করে দলকে এগিয়ে নেন কোলো মুয়ানি। বিরতির আগেই কোমো সমতা ফিরিয়ে আনে। ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার আয়োজন চলছে তখনই জয়ের সহজ সুযোগটি পেয়ে যায় জুভেন্টাস। পেনাল্টিতে গোল করে দলকে জয় এনে দেন মুয়ানি।