আল ইত্তিহাদের কাছে হেরে সৌদি প্রো লিগে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে গেছে রোনালদোর। পর্তুগীজ তারকার স্বপ্ন ভঙ্গের দিনে বিজয়ের হাসি হেসেছেন মেজর সকার লিগে খেলা লিওনেল মেসি। জয় করেছেন মেজর সকার লিগের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার।
চলতি বছর ৩৭ বছর বয়সী মেসি ইন্টার মায়ামির জার্সিতে ১৯ ম্যাচ খেলে ২০ গোল করেছেন। গোলে সহায়তা করেছেন ১৬টিতে। এই সংখ্যাটা আরো বাড়াতে পারাতেন মেসি। কিন্তু কোপা আমেরিকা ও ইনজুরির কারণে লম্বা একটা সময় মাঠে থাকতে পারেননি আর্জেন্টিনা তারকা। এই দুই কারণে দুই মাসের বেশি সময় মাঠে না থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি।
মেজর সকার লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কারটি দেওয়া হয় খেলোয়াড়, সাংবাদিক ও ক্লাবের ভোটের ভিত্তিতে। ২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার ও যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয়। এর নাম ল্যান্ডন ডোনোভ্যান এমএলএস মোস্ট ভ্যালেুয়েবল প্লেয়ার।
সম্মিলতি ভোটে মেসি ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়েছেন। কলম্বাস ক্রুর কুচো হার্নান্দেজ ৩৩.৭০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। মেসির সতীর্থ লুই সুয়ারেজ তৃতীয় হয়েছেন। তবে ভোট পেয়েছেন অনেক কম।