কোপা আমেরিকার গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে ডান পায়ের পেশিতে টান পড়েছিলো লিওনেল মেসির। বিশ্রামে ছিলেন পেরুর ম্যাচে। সেই থেকে প্রশ্ন উঠেছিলো কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক দলে থাকবেন কিনা। তবে সব শঙ্কা কাটিয়ে আজ ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশেই মাঠে নেমেছেন মেসি।
মেসির সাথে আজ দলে ফিরেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পল। আর্জেন্টিনা আজ খেলছে ৪-৪-২ ফর্মেশনে।
আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টালিয়াফিকো, রদ্রিগো ডি পল,অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি।