কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে এখনও মাঠের বাইরে লিওনেল মেসি। চোট কাটিয়ে মেসি করে ফিরবেন তা এখনও অনিশ্চিত! ফলে সেমিকে ছাড়াই লিগস কাপ শুরু করেছে ইন্টার মায়ামি।
গত মৌসুমে লিগস কাপ দিয়েই মায়ামির হয়ে যাত্রা শুরু করেছিলেন লিওনেল মেসি। প্রথমবার অংশ নিয়েই মায়ামিকে ট্রফি উপহার দেন আর্জেন্টাইন এই তারকা। কিন্তু এবার সেই লিগস কাপে মায়ামির শুরুটা দর্শকসারিতে বসেই দেখতে হলো মেসিকে।
কোপা আমেরিকায় চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য ছিটকে যাওয়া মেসিকে ছাড়াই অবশ্য জয় পেয়েছে তারা। রোববার সকালে পিউবলার বিপক্ষে ম্যাচে ২–০ গোলের জয় পেয়েছে মায়ামি। এই জয়ে মায়ামির হয়ে গোল দুটি করেছেন মাতিয়াস রোহা ও লুইস সুয়ারেজ।
লিগস কাপে মায়ামি পরের ম্যাচ খেলবে টাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে। ৪ আগস্ট ভোর ছয়টায় মেক্সিকান এই ক্লাবটির মুখোমুখি হবে লিগস কাপের বর্তমান চ্যাম্পিয়নরা